• ঢাকা
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সু চিকে ৫ অপরাধে ক্ষমা ঘোষণা 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০১ পিএম;
সু চিকে ৫ অপরাধে ক্ষমা ঘোষণা 
সু চিকে ৫ অপরাধে ক্ষমা ঘোষণা 

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির ৫টি অপরাধ ক্ষমা করার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। মোট ১৯টি অপরাধের দোষী সাব্যস্ত করা হয়েছিল এই নেত্রীকে।.

ক্ষমা করা পাঁচ অপরাধের জন্য সু চিকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই ক্ষমা ঘোষণার মাধ্যমে সু চির সাজার মেয়াদ ছয় বছর কমবে।.

মূলত বৌদ্ধ চল্লিশা উপলক্ষে সাত হাজার বন্দির ক্ষমা ঘোষণা করা হয়েছে। সুচিও এই তালিকার একজন। .

সাবেক এই নেত্রীকে গত সপ্তাহে রাজধানী নেপিডোর কারাগার থেকে স্থানান্তর করে গৃহবন্দি করা হয়েছিল।.

উল্লেখ্য, ২০২১ সালে সামরিক বাহিনী তার সরকারকে পতন ও অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। তারপর থেকে সুচি আটক রয়েছেন। যদিও তার বিরুদ্ধে আসা সব অভিযোগ তিনি মিথ্যা বলে দাবি করেছেন।.

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ এখনও ১৪টি মামলার মুখোমুখি রয়েছেন। তার কিছু সাজা মাফ করা হলেও তাকে পুরোপুরি মুক্ত করা হয়নি। তাকে এখনো ১৪টি মামলার মুখোমুখি হতে হবে। ১৯টির মধ্যে মাত্র পাঁচটি মামলা ক্ষমা করা হয়েছে।. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ